Print Date & Time : 14 September 2025 Sunday 1:04 pm

ফের শিক্ষকতায় জ্যাক মা

শেয়ার বিজ ডেস্ক: চীনের আলিবাবা গ্রুপ হোল্ডিংয়ের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের টোকিও কলেজে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগেও তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন। খবর: দ্য জাপান টাইমস।

৫৮ বছর বয়সী এ ধনকুবের গত সোমবার শিক্ষকতা শুরু করেছেন। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকটি বিষয়ের ওপর তিনি অবদান রাখবেন।

তিনি গবেষণার বিষয়ে পরামর্শ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তিনি অবদান রাখবেন। তাছাড়া উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পর্কে সেমিনারও করবেন এ বিলিওনিয়ার।

চীনের অন্যতম ব্যবসায়ী নেতা জ্যাক মা ২০২০ সালে চীনা সরকারের সমালোচনা করে ব্যাপক চাপে পড়েন। এর পর থেকে তাকে আর তেমন একটা প্রকাশ্যে দেখা যায় না।

তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফাইনানশিয়াল টাইমসের বরাত দিয়ে গত বছরের শেষের দিকে দ্য গার্ডিয়ান জানিয়ে ছিল, পরিবার নিয়ে জাপানে বসবাস করছেন তিনি।

তখন জানানো হয়, প্রায় ছয় মাস ধরে টোকিওতে অবস্থান করছেন জ্যাক মা। জাপানে অনেকটা নীরবে জীবনযাপন করছেন তিনি। খুব বেশি প্রয়োজন না পড়লে জনসম্মুখে আসছেন না এ ধনকুবের। টোকিও থেকেই চালাচ্ছন ব্যবসায়িক কার্যক্রম।

এর আগে চীনের বিখ্যাত ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ার ঘোষণা দেন জ্যাক মা। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, শিগগির দফায় দফায় প্রতিষ্ঠানটির শেয়ার হস্তান্তর হবে। এ প্রক্রিয়া শেষ হলেই গ্রুপটির জন্য আর কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি।

লাইটস্ট্রিম রিসার্চের বিশ্লেষক ওশাধি কুমারাসিরি বলেন, ব্যবসায়ী হিসেবে জ্যাক মা’র ক্যারিয়ার শেষ হতে চলেছে। যদিও শিক্ষক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছিলেন, ব্যবসা থেকে অবসর নেয়ার পর আবার শিক্ষকতায় যুক্ত হবেন।