ফেসবুক লাইভে চারজনকে হত্যার দাবী রোহিঙ্গা যুবকের

প্রতিনিধি, কক্সবাজার : ফেসবুক লাইভে এসে নিজেকে রোহিঙ্গা দাবী করে চারজনকে হত্যার কথা স্বীকার করেছে এক যুবক। “এমডি আবদুল্লাহ” নামের এক ফেসবুক আইডি থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ৬টায় ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়। ওই ফেসবুক আইডির উপরিভাগে ইংরেজিতে “আরাকান রোহিঙ্গা সার্ভিলেশন আর্মি টীম (আরসা)” লিখা রয়েছে।

ভিডিওতে নিজেকে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ‘ইসলামী মাহাজ’ নামে একটি সংগঠনের সদস্য দাবী করে মোহাম্মদ হাশিম নামের ওই যুবক জানান- সে কক্সবাজারের উখিয়া ১৮নং ক্যাম্পের ৯৩ ব্লকের আব্দুল জাব্বারের পুত্র। তার মতো ২৫ জন যুবককে বাছাই করে “ইসলামী মাহাজ” সংগঠনের নেতারা ২৫টি পিস্তল সরবরাহ করে। সেই অস্ত্র দিয়ে নির্দিষ্ট মানুষকে হত্যা করা হয়। বিনিময়ে তারা মোটা অংকের টাকা পান। ক্যাম্পে খুন-খারাবি হঠাৎ বেড়ে গেলে সংগঠনের নেতারা তাদের টাকা দেয়া বন্ধ করে দেন।

এসময় ভিডিওতে ওই যুবক তাদের হাতে হত্যাকান্ডের শিকার হওয়া চার জনের পরিচয়ও প্রকাশ করেন। তারা হলেন- ১৮নং ক্যাম্পের হেড মাঝি জাফর, ৭নং ক্যাম্পের ইসমাঈল, ক্যাম্প-৪ এইচ ব্লকের এরশাদ ও হেড মাঝি আজিমুল্লাহ।

বিপদগামী এই যুবক সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে আসার ইচ্ছে ব্যক্ত করে আরো জানিয়েছেন- ইসলামী মাহাজ নামের সংগঠনটির নেতৃত্বে আছেন চার জন রোহিঙ্গা। তারা হলেন- সাহাব উদ্দিন, রহমত উল্লাহ, হেড মাঝি ভুইয়া, মৌলভী রফিক। তারা ওই ২৫ জন যুবককে দিক নির্দেশনা দিতেন।

সে আরো বলেন- “আমি বুঝেছি আমরা আমাদের নিজেদের মানুষদের হত্যা করছি। এই হত্যার মাধ্যমে আমাদের ক্ষতি আমরা করছি। আমি আর কখনো অপরাধ করবোনা। আমি এর জন্য অনুতপ্ত।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান- ভিডিও বার্তাটি তাদের নজরে এসেছে। তারা ভিডিওতে উপস্থাপিত বিষয় গুলো যাছাই-বাছাই করছেন।