নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের ফোরএইচ গ্রুপের একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন শ্রমিক আহত হয়েছেন। বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কুলগাঁও স্কুলের পশ্চিম পাশে ওই গার্মেন্ট কারখানায় গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেনÑপিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট এলাকার আবুল কালাম ও মো. সুমন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাদ ধসের এলাকাটি টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভবনটির বিম থেকে পুরো ছাদটি মাটিতে ধসে পড়ে, ছিটকে পড়েছে ঢালাই। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ঘটনার খবর পেয়ে বায়েজিদ স্টেশন থেকে গাড়ি পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সেন্টারিং দুর্বলতার কারণে ছাদটি ধসে পড়েছে। তবে বিস্তারিত তদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।
বালুচড়া ফোরএইচ গ্রুপের গার্মেন্টের ওই শাখার ম্যানেজার ইয়ার মোহাম্মদ বলেন, ‘ছাদ ধসের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা গুরুতর আঘাত পেয়েছেন। অন্য চারজনকে কারখানার ভেতরের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ছাদ ধসে আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে জানতে ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিতুকে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।