ফোর্ডের সঙ্গে অস্থায়ী চুক্তি যুক্তরাষ্ট্রের শ্রমিকদের

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি শ্রমিকরা নির্মাতাপ্রতিষ্ঠান ফোর্ডের সঙ্গে সাময়িক একটি চুক্তিতে পৌঁছেছে। গত মাসের মাঝামাঝি শুরু হওয়া শীর্ষ তিনটি গাড়িনির্মাতার বিরুদ্ধে শ্রমিকদের চালানো ধর্মঘটের পর এই প্রথম চুক্তি হলো। খবর: এপি।

শ্রমিকদের সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়ন জানিয়েছে, চার বছরের সাময়িক চুক্তিতে ২৫ শতাংশ বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। ইউএডব্লিউ আগামী চার বছরে ৪০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিল।

ফোর্ড, জেনারেল মোটরস এবং ক্রাইসলারের মূল কোম্পানি স্টেল্যানটিসের শ্রমিকরা সেপ্টেম্বরের ১৫ তারিখ শীর্ষ তিনটি গাড়িনির্মাতার সবকটির বিরুদ্ধে নজিরবিহীন এক ধর্মঘটের ঘোষণা দেয়। এর পর থেকে কাজে যোগ দেয়া থেকে বিরত রয়েছেন শ্রমিকরা।

কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের বেতন গত চার বছরে ৪০ শতাংশ বেড়েছে এই বিষয়টিকে সামনে এনে গাড়ি শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলন করছেন।

ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ফোর্ডের তিনটি কারখানায় কাজে ফিরে আসার জন্য প্রায় ২০ হাজার শ্রমিকের প্রতি তারা আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে জেনারেল মোটরস ও স্টেল্যানটিসের সঙ্গে তারা আলোচনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

এই ধর্মঘট হঠাৎ শুরু হয়নি। এই আন্দোলন যুক্তরাষ্ট্রের কর্মীদের চাকরি ছেড়ে দেয়ার প্রবণতা বৃদ্ধির অংশ। কয়েক মাস ধরে দেশটিতে হলিউডের লেখক থেকে শুরু করে নার্স, কারখানার কর্মী, স্টারবাকসের কর্মী ও নানা পেশার হাজার হাজার শ্রমিক বেতন বৃদ্ধিসহ কাজের পরিবেশের উন্নতি ও সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘট করছেন।

গত মাসে শ্রমিকদের সংগঠন টিমস্টার ইউনিয়ন ইউনাইটেড পার্সেল সার্ভিস বা ইউপিএসের কর্মীদের বেতন বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানের দাবিতে ধর্মঘট করার হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রে বৈষম্য দিন দিন বাড়ছে। গত কয়েক দশকে দেশটির ধনী মানুষের ধনসম্পদ বাড়লেও নি¤œ ও মধ্যম আয়ের শ্রমিকদের মজুরি তেমন একটা বাড়েনি। কভিড-১৯ মহামারিতে করপোরেট কোম্পানিগুলো বিপুল মুনাফা করেছে। এর পর থেকে কর্মীরাও চাইছেন, তাদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানো হোক।

যুক্তরাষ্ট্রের ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১৯৭৯ থেকে ২০২২ সালের মধ্যে দেশটির শীর্ষ এক শতাংশ কর্মীর মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর ১৪৫ শতাংশ বেড়েছে, যেখানে বাকি ৯০ শতাংশ কর্মীর গড় বার্ষিক মজুরি বেড়েছে মাত্র ১৬ শতাংশ।