Print Date & Time : 18 August 2025 Monday 3:21 am

ফোর্বসের তালিকা প্রকাশ: রিটেইল কোম্পানির শীর্ষে ওয়ালমার্ট

 

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ২৫০ রিটেইল কোম্পানির তালিকার শীর্ষে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়ালমার্ট। রাজস্ব আয় বিশ্লেষণ করে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। গত বছর ওয়ালমার্টের বার্ষিক বিক্রির পরিমাণ ছিল ৪৮২ দশমিক দুই বিলিয়ন ডলার।

তালিকার প্রথম তিনটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কোস্টকো হোলসেল করপোরেশন ও দ্য ক্রোগার কোম্পানি। গত বছর প্রতিষ্ঠান দুটির রাজস্ব আয় ছিল যথাক্রমে ১১৬ দশমিক দুই ও ১০৯ দশমিক আট বিলিয়ন ডলার। ৯৪ দশমিক চার বিলিয়ন রাজস্ব ও আট দশমিক এক বিলিয়ন ডলার প্রবৃদ্ধি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জার্মানির স্কোয়াজ।

এদিকে, মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রথমবারের মতো এ তালিকায় স্থান করে নিয়েছে। ৭৯ দশমিক তিন বিলিয়ন রাজস্ব নিয়ে অ্যামাজন তালিকায় ১০ম স্থানে জায়গা করে নিয়েছে। জেফ বেজোস নেতৃত্বাধীন কোম্পানিটি দ্রুতই বিক্রিতে এগিয়ে যাচ্ছে। যা ওয়ালমার্টসহ অন্যান্য কোম্পানির হুমকি হিসেবে দেখা হচ্ছে।