‘ফোলেট ডিম’ নামে নতুন ডিম বাজারজাত শুরু করল রেনাটা

রেনাটা লিমিটেডের নিউট্রাসিউটিক্যালস ডিভিশন ‘পূর্ণভা’ খাবারে ফোলেট অন্তর্ভুক্ত করার জন্য ‘ফোলেট ডিম’ নামে আরও একটি নতুন ডিম বাজারজাত করতে শুরু করেছে। ফোলেট ডিমের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গতকাল ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফোলেট ডিমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম। (এমবিবিএস, ডিপিএইচ, পিএইচডি)। রেনাটার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন রেনাটার এনিম্যাল হেলথ ডিভিশনের পরিচালক মো. সিরাজুল হক। বিজ্ঞপ্তি