Print Date & Time : 28 August 2025 Thursday 8:28 pm

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৮তম ব্যাচের মিলনমেলা

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৮তম ব্যাচের কলেজে যোগদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্যাচের সদস্যরা গত ২৬, ২৭ ও ২৮ আগস্ট সস্ত্রীক মিলিত হন পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। উল্লেখ্য, স্বাধীনতার আগে মনোনীত হয়ে এই ব্যাচ কলেজে যোগ দেয় ১৯৭২ সালের ৩০ আগস্ট। ১৮তম ব্যাচই স্বাধীনতা-উত্তর প্রথম ব্যাচ। শোকাবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু। মিলনমেলায় ছিল আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা, মেজবান, খুনসুটি, গলা খুলে গান গাওয়া কিংবা উত্তাল নৃত্য। যেসব শিক্ষক, সিনিয়র ভাই ও অন্যান্য স্টাফ যারা ক্যাডেটদের আলোকিত জীবন গড়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন, ঘুরেফিরে তারাই এসেছেন। বিজ্ঞপ্তি