রাহাতুল ইসলাম: খুব বেশি দিন নয়, মাত্র চার মাস হতে চললো ফ্যাশন হাউজ ‘মার্ক এক্সিকিউটিফ’-এর পথচলা। এরই মধ্যে ক্রেতাসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্যাশন হাউজটি। উন্নতমানের কাপড়, চমৎকার ডিজাইন ও ভালো সেলাই নজর কেড়েছে সবার। মার্ক এক্সিকিউটিফের সব পণ্য দেশের বাইরে থেকে আনা হয়। এখানে শিশু-কিশোর, নারী-পুরুষ সবার জন্য রয়েছে নজরকাড়া পণ্যসামগ্রী। ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও টাই পাওয়া যায় এখানে। মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক ও ব্রেসলেটসহ শিশুদের আকর্ষণীয় পোশাক রয়েছে এই প্রতিষ্ঠানে।
শিশুদের পোশাক
সব বাবা-মা চান আদরের শিশুটিকে সুন্দরভাবে সাজাতে। এজন্য পোশাক-আশাকের ওপর বেশ গুরুত্ব দেন তারা। বিশেষ করে শিশুদের জন্য বৈচিত্র্যময় পোশাক খুবই গুরুত্বপূর্ণ। এমন ভাবনা থেকে শিশুদের জন্য নানা রং ও ডিজাইনের আকর্ষণীয় পোশাক এনেছে মার্ক এক্সিকিউটিফ। এখানে ২৫০ থেকে এক হাজার ৫০০ টাকায় পাওয়া যায় শিশুদের সব ধরনের পোশাক।
মেয়েদের পণ্য
মেয়েদের পোশাকেও নানা বৈচিত্র্য এনেছে মার্ক এক্সিকিউটিফ। রুচিশীল ও আধুনিক ডিজাইনের পার্টি ড্রেস, গাউন, কামিজ, কুর্তি, থ্রিপিস প্রভৃতি পোশাকের পাশাপাশি রয়েছে হ্যান্ডব্যাগ ও পার্স। নানা রঙের সমাহার দেখা গেছে এসব পণ্যে। ৫০০ থেকে সর্বোচ্চ আট হাজার টাকায় পাওয়া যাচ্ছে মেয়েদের পণ্য। হাতের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ব্রেসলেট ভালো ভূমিকা রাখে। এই চিন্তা থেকেই হাউজটি পণ্য তালিকায় যুক্ত করেছে বাহারি রঙের ব্রেসলেট। এগুলো এক হাজার ৫০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
ছেলেদের পণ্য
মার্ক এক্সিকিউটিফ ঈদকে সামনে রেখে পুরুষদের জন্য নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। এখানে ফরমাল ও ক্যাজুয়াল শার্টের পাশাপাশি গ্যাভার্ডিন প্যান্ট, জিন্স, টাই প্রভৃতি পাওয়া যায়। শর্ট, লং, সেমি লং ও সেমি ফিটিং পাঞ্জাবি পাওয়া যায় এখানে। এসব পণ্য কেনা যাবে ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়।
ঈদ মানেই উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তোলা। মানুষ এখন ফ্যাশন সচেতন। আগে ক্রেতারা কাপড়ের দাম দেখতেন। এখন এর সঙ্গে যুক্ত হয়েছে গুণগত মান। তারা রুচিশীল ও সর্বোচ্চ মানের পোশাকটি বেছে নেন। পোশাকের গুণগত মান ও ডিজাইনে এখন কোনো ফ্যাশন হাউজই পিছিয়ে নেই। সে হিসেবে বর্তমানে প্রতিযোগিতা বেশি। তাই পোশাকের গুণগত মানই মুখ্যÑএমনই জানা গেল প্রতিষ্ঠানটির তরফ থেকে। ফলে মার্ক এক্সিকিউটিফ গুণগত মানসম্পন্ন পণ্যের ওপর গুরুত্ব দিয়ে থাকে। মানের কারণে তাদের পণ্যের বেশ কাটতি রয়েছে।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে প্রতিষ্ঠানটির শোরুম। প্রতিষ্ঠানটির সূত্রে আরও জানা যায়, শিগগিরই রাজধানীতে নতুন শোরুম খোলার সম্ভাবনা আছে তাদের। রাজধানীর গুলশান ও উত্তরায় দুটি শোরুম চালু করার ইচ্ছা আছে তাদের।
ক্রেতাদের চাহিদা বিবেচনা করে অনলাইনে কেনাকাটার সুযোগ দিচ্ছে মার্ক এক্সিকিউটিফ। দারাজ, বাগডুম, আজকের ডিল ও ফেসবুকের মাধ্যমে পণ্য কেনার সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের দোরগোড়ায় যতœসহ পণ্য সরবরাহ করে থাকে মার্ক। নগদ পেমেন্টের পাশাপাশি ভিসা, মাস্টারকার্ড ও বিকাশের মাধ্যমে অর্থ পরিশোধ করা যায়।
ঠিকানা
হাউজ ১১৬, রোড ১১, ব্লক ই, বনানী, ঢাকা