Print Date & Time : 5 July 2025 Saturday 9:55 pm

ফ্যা ক্ট শি ট পাঞ্জাব

পাকিস্তানের পূর্ব প্রান্তের একটি প্রদেশ

প্রধান শহর

লাহোর

প্রধান ভাষা

পাঞ্জাবি। সঙ্গে চলে উর্দু, সারাইকি,

পথোহারি প্রভৃতি

বেড়ানোর উপযুক্ত সময়

অক্টোবর থেকে মার্চ

বেড়ানোর জনপ্রিয় স্থান

লাহোর দুর্গ, রোহটাস দুর্গ, কাশিমবাগ দুর্গ, ফকিরখানা জাদুঘর, বাদশাহী মসজিদ, সম্রাট জাহাঙ্গীরের সমাধি, বাহা-উদ-দীন জাকারিয়ার দরগা, শেখ রুকন-আই আলমের দরগা প্রভৃতি।