Print Date & Time : 12 August 2025 Tuesday 7:24 pm

ফ্রান্সে বন্ধ হচ্ছে ডিজেলচালিত গাড়ি

শেয়ার বিজ ডেস্ক: পরিবেশদূষণের বিরুদ্ধে লড়াইয়ে আরও গতি আনতে ২০৩০ সালের মধ্যেই প্যারিসের রাস্তায় পেট্রল ও ডিজেলচালিত সব গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করছে প্যারিস সিটি হল মেয়র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ বছরের মধ্যেই প্যারিস থেকে অদৃশ্য হবে দূষণ-ছড়ানো যানবাহন। বিকল্প দেখা যাবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির। এর আগে সরকার ডিজেল গাড়ি বন্ধে ২০৪০ সাল পর্যন্ত গোটা ফ্রান্সের সময়সীমা বেঁধে দেয়। খবর দ্য টেলিগ্রাফ।

সম্প্রতি প্যারিসে মেয়রের দফতর প্যারিস সিটি হল জানায়, ফরাসি সরকার ইতোমধ্যেই ফ্রান্সকে পেট্রোলিয়াম জ্বালানি থেকে বের হতে ২০৪০ সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। সেজন্য সেখানকার বড় শহরগুলোকে আরও আগে তাদের রাস্তা বদলাতে হবে। এ কারণে প্যারিস ২০৩০ সালেই সেই লক্ষ্য পূরণ করতে চাচ্ছে।

২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। ওই আসরকে কেন্দ্র করে প্যারিস মেয়র চাইছেন ২০২৪ সালেই প্যারিসের রাস্তায় পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বন্ধ করতে।

বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়তে ফ্রান্স, ব্রিটেন, ভারত ও নরওয়ের মতো বহু দেশই সম্প্রতি পেট্রল-ডিজেলচালিত গাড়ি বন্ধ করতে নীতিমালা প্রণয়ন করে সময়সীমা বেঁধে দিয়েছে সংশ্লিষ্টদের। যদিও বিকল্প বৈদ্যুতিক গাড়িও বাজারে আসতে শুরু করেছে।

ভারতের রাস্তায় ২০৩০ সাল থেকেই শুধু বিকল্প

জ্বালানির গাড়ি চালানোর ভাবনার কথা আগেই জানিয়েছে সরকার। ২০৪০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা স্থির করছে ব্রিটেন। উত্তরের দেশ নরওয়ে বলেছে, ২০২৫ সালের মধ্যে তাদের সব নতুন যাত্রীগাড়ি ও ভ্যানে কার্বন নির্গমন শূন্যে দাঁড়াবে।