Print Date & Time : 6 September 2025 Saturday 9:15 pm

ফ্রেইট ফরওয়ার্ডারদের বিশেষায়িত ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করতে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের (বিএএফএফএ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি তারেক রেফাতউল্লাহ খান এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেন, বিএএফএফএ-এর প্রেসিডেন্ট কবির আহমেদসহ অ্যাসোসিয়েশনটির পরিচালনা পর্ষদের সদস্যরা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি