ক্রীড়া ডেস্ক: বছরের দ্বিতীয় গ্র্যান্ডসøামের শুরুতে কোর্টে নেমে ভিতালিয়া দিয়াটেকেনকোর বিপক্ষে প্রথম সেট হেরে শঙ্কায় পড়েছিলেন সেরেনা উইলিয়ামস। তবে দ্বিতীয় সেটেই নিজেকে ফিরে পান তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় সেটেও ধরে রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের এ তারকা। তাতে ফ্রেঞ্চ ওপেন জয় দিয়ে শুরু হয়েছে ২৩ গ্র্যান্ডসøাম বিজয়ীর।
মার্গারেট কোর্টের রের্কড ২৪ গ্র্যান্ডসøামের লক্ষ্যে ফ্রেঞ্চ ওপেনে নামা সেরেনা গত পরশু ভিতালিয়া দিয়াটেকেনকোকে ২-৬, ৬-১, ৬-০ সেটে হারান। এর ফলে ক্যারিয়ারের ৮০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন তিনি।
প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে দারুণ খুশি সেরেনা, ‘প্রথম রাউন্ডের ম্যাচটি বরাবরই ভয়ের। প্রথম সেটে আমি প্রচুর ভুল করেছি। কিন্তু তারপর আমি ম্যাচে ফিরি।’
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরেনা খেলবেন জাপানের কুরুমি নারা ও সেøাভেনিয়ার ডালিয়া জাকুপোভিচের মধ্যে বিজয়ীর বিপক্ষে।
এদিকে ছেলেদের এককে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। র্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ হারিয়েছেন পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে ৬-৪, ৬-২, ৬-২ গেমে। অন্যদিকে ইয়ানিক হানফমানকে ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে হারান নাদাল।

Print Date & Time : 6 August 2025 Wednesday 3:13 am
ফ্রেঞ্চ ওপেনে জয়ে শুরু সেরেনার
স্পোর্টস ♦ প্রকাশ: