শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট একটি উড়োজাহাজ আছড়ে পড়ে একটি ভ্রাম্যমাণ বাড়ি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ক্লিয়ারওয়াটারে ঘটনাটি ঘটেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর: রয়টার্স।
সামাজিক মাধ্যমে ক্লিয়ারওয়াটার দমকল পরিষেবার পোস্ট করা ছবিতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখা যায়। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটে এ ঘটনা নিয়ে প্রথম কল পান তারা।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে ক্লিয়ারওয়াটারের দমকলপ্রধান স্কট এলারস জানান, উড়োজাহাজের আরোহী ও সেটি যে ভ্রাম্যমাণ বাড়িতে পড়েছে, সেই বাড়ির বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করেননি তিনি। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিপদ সংকেত পাঠিয়েছিলেন বলে এলারস জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, ইঞ্জিন কাজ করছে না, পাইলট এমনটি জানানোর পর এক ইঞ্জিনের বিচক্র্যাফট বোনানজা ভি৩৫ উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে কতজন আরোহী ছিলেন, তা স্পষ্ট হয়নি। বিমানটির পাইলট মারা গেছেন বলে এলারস জানিয়েছেন। নিচে থাকা এক ব্যক্তিও আহত হয়েছেন। তিনি আরও জানান, যে ভ্রাম্যমাণ হোম পার্কে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে মোট চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলারস বলেন, ‘উড়োজাহাজ পড়ে মোবাইল বাড়িটি ধ্বংস হওয়ার পর আগুন সব ছাই করে দিয়েছে।’
প্রতিবেশী স্টিভেন আসকারি বলেন, ‘আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনলাম আর পুরো অ্যাপার্টমেন্টটি থরথর করে কেঁপে উঠল, এরপর বিশাল ধোঁয়ার একটি স্তম্ভ দেখা গেল।’ যারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লেগে যান, তাদের মধ্যে আসকারি অন্যতম। তারা আধা ঘণ্টার মধ্যেই আগুনের শিখাগুলো নিভিয়ে ফেলেন।
ফ্লোরিডার ট্যাম্পা শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে গাল্ফ কোস্টের একটি শহর ক্লিয়ারওয়াটার। শহরটির বাসিন্দা প্রায় এক লাখ ১৭ হাজার।