প্রতিনিধি,জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক এমএ জলিল, সাযযাদ আনসারী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। বকশীগঞ্জ উপজেলায় ২১২টি পরিবারকে তিন দফায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আধাপাকা ঘর ও ভূমির দলিল দিয়ে পুনর্বাসিত করা হয়। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ের ২য় ধাপে জামালপুর সদর উপজেলায় ৩০টি ও মেলান্দহ উপজেলায় দুটিসহ মোট ৩২টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
উল্লেখ্য, জামালপুর জেলায় প্রথম পর্যায়ে এক হাজার ৪৭৮টি, দ্বিতীয় পর্যায়ে ৭৭৫টি এবং তৃতীয় পর্যায়ে ২৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।