Print Date & Time : 7 July 2025 Monday 8:33 pm

বকেয়া আদায়ে বিটিসিএল ও টেলিটকের সঙ্গে বিটিআরসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পাওনা আদায়ের জন্য টেলিটক ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগ। বৈঠকে লাইসেন্স, রেভিনিউ শেয়ারিং, তরঙ্গ ফির বকেয়া এবং বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিলে অর্থ দেয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিটিসিএলের সেবায় নতুনত্ব আনা, বিটিসিএলের আলাপ অ্যাপে নতুন ফিচার সংযোজন এবং গ্রাহক সন্তুষ্টির লক্ষ্যে সেবার মানোন্নয়নসহ বিটিআরসির বকেয়া পাওনা পরিশোধের বিষয় আলোচনা করা হয়।

বিটিআরসি জানিয়েছে, বৈঠকে টেলিটককে ভ্যাট ও ট্যাক্স ছাড়া বিটিআরসির পাওনা এক হাজার ৮৪৮ কোটি ৬৩ লাখ টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ এবং পাওনা সংশ্লিষ্ট সব ডাটা পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে টেলিটকের পক্ষ থেকে কমিশনকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, বিটিসিএলকে আইসিক্স, এনটিটিএন, আইপিটিএসপি এবং পিএসটিএন সংক্রান্ত ডাটা বিটিআরসির কাছে পাঠানোসহ উদ্ভাবনী প্রোডাক্ট উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতে উদ্যোগ গ্রহণসহ বিটিআরসির সব পাওনা পরিশোধের বিষয়ে তাগাদা দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।