Print Date & Time : 27 August 2025 Wednesday 5:45 am

বগুড়ায় কভিডে মৃত্যু কমেছে

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় কভিডে মৃত্যু ও আক্রান্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় কভিডে ছয় ও উপসর্গে দুজন মারা গেছেন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। সুস্থ হয়েছেন ১৫০ জন। গতকাল সোমবার জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৪৯টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৫০ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ৯ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছে। ঢাকায় পাঠানো ২৪৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

৯১ জনের মধ্যে সদরে ২৯, শেরপুরে ১৪, শিবগঞ্জে ১৩, দুপচাঁচিয়ায় ১১, গাবতলীতে আট, কাহালুতে সাত, শাজাহানপুরে ছয় ও সারিয়াকান্দি উপজেলা তিন। আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৮২ জন। ৬২৪ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ৭২৪ জন চিকিৎসাধীন।