Print Date & Time : 17 July 2025 Thursday 3:50 am

বগুড়ায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৫ জন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাযুদ্ধে জয়ী হয়ে আরও ৫ জন বাড়ি ফিরেছেন। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। আজ বুধবার (৬ মে) দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেয়া হয়।

এ সময় তাদেরকে ফুল দিয়ে এবং দশ হাজার টাকার চেইক দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল। সুস্থ হয়ে যারা বাড়ি ফিরলেন তারা হলেন, সারিয়াকান্দির রিপন (২৫), সোনাতলার কোহিনুর বেগম (৪৭), ধুনটের গার্মেন্টস কর্মী নুরুন্নবী (২৮) সারিয়াকান্দির মামুনুর রশিদ এবং বগুড়া সদরের জাহিদুল (৪০)।

করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, এই ৫ জন ছাড়াও শহরের সবুজবাগ মহল্লার মৌসুমী বেগম (২৮) নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে ভর্তির পর তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকেও একই সময় ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে এই হাসপাতালে আরও ১৮ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। ইতিপূর্বে হাসপাতাল থেকে রংপুরের একজন এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা এক পুলিশ সদস্য করোনা জয় করে বাড়ি ফিরেছেন।