Print Date & Time : 13 September 2025 Saturday 2:11 pm

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী শিশু নিহত

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী এক শিশু নিহত ও তার বাবা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরতলির আকাশতারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মারদিয়া (১৫ দিন) ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু ঢাকা থেকে তার দুই সন্তানকে নিয়ে মাইক্রোবাসযোগে আকাশতারা শ্বশুরবাড়িতে ফিরছিলেন। বেলা ১২টার দিকে আকাশতারা রেল ক্রসিংয়ে মাইক্রোবাসটি অতিক্রম করার সময় আগে ট্রেন আসা দেখে চালক মাইক্রোবাসটি রেল লাইনের পার্শ্বে দাঁড় করায়। এ সময় লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি ছিটকে রেল লাইনের পাশে গাছের সঙ্গে আটকে যায়।

পরে স্থানীয় লোকজন মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে ১৫ দিন বয়সী শিশু মারদিয়ার মৃত্যু হয় এবং তার বাবা মিন্টু গুরুতর আহত হন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।