Print Date & Time : 29 July 2025 Tuesday 11:08 pm

বগুড়ায় নতুন করে আরও ৬১ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় নতুন করে আরও ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ২৪ জনের করোনা শনাক্ত হয়। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে পরীক্ষায় পজিটিভ হন ৩৭ জন।

গতকাল রোববার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহীন এই তথ্য জানান। গত শনিবারের পরীক্ষার ফলাফল রোববার তুলে ধরা হয়। এ নিয়ে জেলায় মোট তিন হাজার ৩০৭ জনের করোনা শনাক্ত হলো।

এর মধ্যে বগুড়া সদরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৯১ জন। এছাড়া শাজাহানপুরে ১৭২, গাবতলীতে ১৭৮, সোনাতলা ও দুপচাঁচিয়ায় ৭২, কাহালুতে ৮১, শেরপুরে ১৩৭, সারিয়াকান্দিতে ৭৮, শিবগঞ্জে ৮৩, নন্দীগ্রামে ৩৮, আদমদীঘিতে ৩৭ ও ধুনট উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন।

মোস্তাফিজুর রহমান জানান, আক্রান্তরা অধিকাংশই উপসর্গহীন। অথবা কারও কারও শরীরে মৃদু উপসর্গ রয়েছে। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কাছাকাছি স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চলতে বলেন তিনি।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, মোট আক্রান্ত রোগীর মধ্যে পুরুষের সংখ্যা দুই হাজার ২৩৯, নারী ৮৯৫ ও শিশু রয়েছে ১৩৭ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর জেলায় গত শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৭ জন।