বগুড়ায় আভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। সদর উপজেলা খাদ্যগুদামে গত রোববার বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কবির খান জানান, বোরো মৌসুমে খাদ্য বিভাগ জেলার ১২টি উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১২ হাজার ১৬৯ কেজি ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৮০ হাজার ২৫০ কেজি সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ অভিযান চলবে।
এদিকে খাদ্য বিভাগ সূত্র জানায়, গত আমন মৌসুমে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় খাদ্য বিভাগ। ১২ হাজার ৬১০ কেজি ধান কেনার লক্ষ্যমাত্রা থাকালেও মাত্র ৮১ কেজি ধান এবং ৩১ হাজার ২৮৪ কেজি সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রার মধ্যে কিনতে পারে ২৪ হাজার ৭৫ কেজি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও বোরো মৌসুমে ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে বলে আশা করা যাচ্ছে।