Print Date & Time : 7 July 2025 Monday 12:17 am

বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে পুলিশ ছাড়াই যানবাহন তল্লাশির সময় অজয় দেবনাথ (৩৫) নামে একজন ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাত ৮টায় দুপচাঁচিয়া পৌর শহরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার এসআই শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। অজয় দেবনাথ ওরফে সঞ্জয় দেবনাথ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।

এসআই শাজাহান আলী জানান, অজয় রোববার রাত ৮টায় সিও অফিস বাসস্ট্যান্ডে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাদক ও তামাক নিয়ন্ত্রণ সেল) পরিচয় দিয়ে বাসস্ট্যান্ডে থেমে থাকা যানবাহন ও বিভিন্ন ফলের দোকান তল্লাশি করছিলেন। তার সঙ্গে পুলিশ না থাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা থানায় খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ করলে অজয় দেবনাথ তার ভিজিটিং কার্ড বের করে দেন। কার্ড দেখে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে থানায় নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক বলে দাবি করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার জন্য যানবাহন তল্লাশি করছিলেন বলে পুলিশকে জানান। তার নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন।