Print Date & Time : 30 August 2025 Saturday 8:31 pm

বগুড়ায় মায়ের কোল থেকে ছিটকে ট্রাকের নিচে শিশু

প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাতি মালিহা নামে এক শিশু নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদা জান্নাতি মালিহা রাজশাহীর বাঘমারার আবদুল্লাহ আল মামুনের মেয়ে। মামুন পপুলার ডায়াগনস্টিক নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা বগুড়া শহরের রহমানগর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে স্ত্রী আয়েশা সিদ্দিকা ও শিশু মালিকাকে নিয়ে বাঘমারার দিকে যাচ্ছিলেন মামুন। রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় মহাসড়কে পৌঁছালে হঠাৎ ঝাঁকুনি হয়। এতে মায়ের কোলে থাকা মালিহা মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রশিদ জানান, পরিবারের সদস্যরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। অভিযোগ পেলে জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।