Print Date & Time : 29 August 2025 Friday 8:08 pm

বগুড়ায় সড়ক থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় অজ্ঞাত গাড়িচাপায় আলাউদ্দিন (৭০) নামের এক প্রহরী নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সদরের ফুলবাড়ি কলেজ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আলাউদ্দিন বগুড়া সদরের সুলতানগঞ্জপাড়ার মৃত জব্বারের ছেলে। তিনি বগুড়ার বিসিক শিল্পনগরীর মূল ফটকের প্রহরী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন।

তিনি জানান, আলাউদ্দিন পথচারী ছিলেন। হেঁটে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহনাম মেডিকেল কলেজ ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক জালাল উদ্দিন বলেন, আলা উদ্দিনের লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।