বগুড়ায় সব রুটে বাস চলাচল শুরু

প্রতিনিধি, বগুড়া: সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে বগুড়া থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। গতকাল সকাল থেকে বগুড়া শহরের ঠনঠনিয়া ও চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহিদ উল্লাহ্, সিনিয়র এএসপি ইবনে রায়হান, মোটর মালিক গ্রুপের নেতারা সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া শহরের বিভিন্ন বাস টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বগুড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জানা গেছে, প্রতিটি বাসে নির্দিষ্ট সিটের অর্ধেক যাত্রী ওঠানো হচ্ছে। বাসে যাত্রী ওঠানোর সময় জীবাণুনাশক স্প্রে করাসহ চালক, হেলপার ও সুপারভাইজারের মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল সকাল ১১টায় বগুড়া শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনাল পরিদর্শন শেষে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, হাইওয়ে পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা। এ সময় জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তৌফিক হাসান ময়না, সহসভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, জাহেদুর রহমান সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী বগুড়ার সব রুটে বাস চলাচল শুরু করেছে। যাত্রী ওঠানোর সময় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। বাসের চালক, হেলপার ও সুপারভাইজাদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যবহার নিশ্চিত করা হয়েছে।