প্রতিনিধি, বগুড়া: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে সপ্তম শ্রেণির বই পাচারের সময় ১২ বস্তা বইসহ আইয়ুব আলী (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার মৃত আব্দুল কাদেরের ছেলে।
বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বুধবার রাতে শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন মিয়া মোকামতলা বন্দরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ১২ বস্তা বই পাচারের সময় আইয়ুব আলীকে গ্রেপ্তার করেন। তিনি দেশব্যাপী ছড়িয়ে থাকা কালোবাজারে সরকারি বই বিক্রিকারী দলের সদস্য। তিনি বিভিন্ন এলাকা থেকে বিনা মূল্যে বিতরণের জন্য সরকারি বই সংগ্রহ করেন। বুধবার রাতে ১২ বস্তায় দুই হাজার ৪০০ বই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় জনৈক রতনের নামে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পুলিশ সংবাদ পেয়ে সরকারি বই জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই রিপন মিঞা বাদী হয়ে আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।