প্রতিনিধি, বগুড়া: চাদর ও সুতাপল্লি হিসেবে পরিচিত বগুড়ার আদমদীঘির শাঁওইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আদমদীঘি উপজেলার শাঁওইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকালে শাঁওইল বাজারের রায়হান শেখের সুতা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৮ থেকে ১০টি সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজার কমিটির সভাপতি আতোয়ার শেখ বলেন, অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ব্যবসায়ীদের ভাষ্য এবং ফায়ার সার্ভিসের ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।