Print Date & Time : 12 September 2025 Friday 8:44 pm

বগুড়ায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে দূর্বৃত্তদের আগুন

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে  ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার আলীর নির্বাচনী অফিস।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) গভীর রাতে ভাটগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাথম স্কুল মোড় এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেতা কর্মীরা অফিস থেকে বাড়ি ফিরে যান। পরে বুধবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, তাঁদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী অফিসটি তিন দিক থেকে কাপড় দিয়ে ঘেরা ছিল। আগুনে কাপড়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পাশাপাশি কিছু প্লাস্টিকের চেয়ার ও নৌকা প্রতীকের পোস্টার পুড়ে যায় ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ভাটগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী বলেন, ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য রাতে প্রতিপক্ষের লোকজন তার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে। তিনি এই ঘটনায় আইনগত ব্যবস্থার আবেদন করবেন বলেও জানান।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এঘটনায় কেউ অভিযোগ  দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।