Print Date & Time : 28 August 2025 Thursday 7:10 am

বগুড়ায় কালবৈশাখীর আঘাত, মাথায় ডাল পড়ে নিহত ১

প্রতিনিধি, বগুড়া: মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে বগুড়ায় গাছে ডাল ভেঙ্গে মাথায় পড়ে রেজাউল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে। এছাড়াও ঝড়ে বোরো ধান ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া জেলার উপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

ভাটগ্রাম ইউনিয়নের  ৮নং ওয়ার্ড সদস্য কামরুজ্জামান জানান, ভোর রাতে ঝড় বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরী করা লাড়কি ঘরে উঠানোর কাজ করছিল। এসময় সজিনা গাছের একটি মোটা ডাল ঝড়ে উড়ে এসে রেজাউলের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে ঝড় ও ভারি বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে আধা-পাকা বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নন্দীগ্রাম উপজেলায়। এই উপজেলায় কাটা মাড়াই শুরু হওয়া পাকা ধান মাটির সাথে মিশে গেছে। সেই সাথে আম ও লিচুর গুটি ঝরে পড়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শাহ মোঃ সজীব হোসেন জানান, বুধবার ভোর ৪ টা ২২ মিনিট থেকে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হয়। মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হয় সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। এসময় ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে কিছু জমিতে বোরো ধান হেলে পড়েছে। আশা করা যায় ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।