Print Date & Time : 30 August 2025 Saturday 10:17 pm

বগুড়ায় খাল থেকে নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে একটি খাল থেকে নুর ইসলাম (৬২) নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের কানতারা ত্রীমোহনী নামক স্থানে সড়কের পার্শ্ববর্তী একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম কানতারা ভোলাপাড়া গ্রামের মৃত আসাদের ছেলে। তিনি পার্শ্ববর্তী নামুজা বন্দরে নৈশ প্রহরীর কাজ করতেন।

নিহতের স্ত্রী আমিনা বেগম জানান, শুক্রবার রাতে নুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে নামুজা বন্দরে ডিউটিতে যান। রাত ৩ টার পর থেকে তিনি নিখোঁজ হন। সকালে গ্রামের লোকজন বাড়ির কাছাকাছি সড়কের পার্শ্ববর্তী একটি খালে নুর ইসলামের  মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।