Print Date & Time : 5 September 2025 Friday 1:49 pm

বগুড়ায় গ্যাস পাইপ ফেটে সরবরাহ বন্ধ

প্রতিনিধি, বগুড়া: গ্যাস সরবরাহ পাইপ ফেটে গিয়ে বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে শহরের অধিকাংশ মানুষ। সাথে বিপাকে পড়েছেন গ্যাস চালিত যানবাহনের চালকেরা।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যন্টনমেন্টের সামনে পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, মহাসড়ক উন্নয়ন কাজ চলার সময় গ্যাস সরবরাহের মাটির নীচে মূল পাইপ অসাবধানতা বশতঃ ফেটে যায়। বিষয়টি পশ্চিমাঞ্চল গ্যাস সরবরাহ কোম্পানীকে জানানো হলে তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। আকস্মিক দুর্ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারনে বগুড়া শহরে ২০ হাজারের বেশী বাসা বাড়িতে রান্নার চুলা বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন গৃহিনীরা। এছাড়াও মহাসড়কের পার্শ্ববর্তী সিএনজি স্টেশন গুলোতে গ্যাস নিতে আসা যানবাহন গুলো গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছে। অনেক যানবাহনে গ্যাস না থাকায় চলাচল বন্ধ হয়ে গেছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর ব্যবস্থাপক (পাবলিক রিলেশন) তরিকুল হক বলেন, মেরামত কাজ শুরু হয়েছে। সন্ধ্যা ৭ টার আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না।