প্রতিনিধি, বগুড়া: বগুড়া শহরে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারী) ভোর ৫টার দিকে শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন চক সুত্রাপুর চামড়া গুদাম এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে।
জানা যায়, ঢাকার বাসিন্দা সুজন নামের এক যুবক গত দুই বছর আগে থেকে বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় বসবাস করতো এবং স্থানীয় পৌর কাউন্সিলরের সাথে থাকতো। সে সুবাদে একই এলাকার আনোয়ার হোসেনের সাথে সুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। সুজন স্থানীয় না হয়েও আনোয়ারের উপর প্রভাব বিস্তার করতো। এনিয়ে নিয়ে কিছুদিন আগে আনোয়ার সুজনকে চড় থাপ্পড় দেয়। এরপর থেকেই তাদের মধ্যে চাপা বিরোধ চলছিল।
সোমবার ভোর ৫টার দিকে দু’জনের মধ্যে আবারও তর্কবিতর্ক হয়। এসময় সুজন আনোয়ারের পেটে ছুরিকাঘাত করে।
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে তিনি মারা যান। ঘটনার পরপরই সুজন এলাকা থেকে পালিয়ে যায়। নিহত আনোয়ারের নামেও শাকিল হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, নিহত আনোয়ার ও সুজন দু’জনই স্থানীয় পৌর কাউন্সিলরের সাথে থাকতো এবং নিজের মধ্যে বিরোধে সুজনের ছুরিকাঘাতে আনোয়ার খুন হয়।