Print Date & Time : 6 July 2025 Sunday 12:13 am

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন আব্দুর রহিম (৩৫) নামের এক যুবক।

আজ বুধবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহিম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে রহিমের সাথে জমি নিয়ে বিরোধে ঝগড়া হয় চাচাতো ভাই মাসুদের। এক পর্যায় রহিমের পেটে ছুরিকাঘাত করে তারই চাচাতো ভাই মাসুদ। গুরুতর আহত অবস্থায় রহিমকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রহিম মারা যান।

গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আহত রহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। খুনের সাথে জড়িত মাসুদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।