প্রতিনিধি, বগুড়া : বগুড়ায় পূজামণ্ডপের পাশে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গোপাল চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
শনিবার (১ অক্টোবর) গভীর রাতে বগুড়া সদরের তেলিহারা পশ্চিমপাড়ায় (হিন্দুপাড়া) এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত গোপাল চন্দ্র ওই গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে। তিনি পেশায় মাছ বিক্রেতা।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে তেরিহারা পশ্চিমপাড়া পূজামণ্ডপের পেছনে গোপাল, বিপ্লব ওরফে চেন্নাই, কাজল, হেলালসহ ৭-৮ জন জুয়ার আসর বসান। জুয়ার আসরেই বিপ্লব ওরফে চেন্নাইয়ের সাথে গোপালের খেলা নিয়ে বিরোধ হয়। এক পর্যায়ে বিপ্লব গোপালের পেটে লাথি দিলে গোপাল মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে বাড়িতে পৌঁছে দেন। রাত ১টার দিকে গোপাল পেটে প্রচ- ব্যথা অনুভব করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, জুয়া খেলার বিরোধে বিপ্লবের লাথিতে গোপাল মারা গেছেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গোপালের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিপ্লব ঘটনার পরপরই পালিয়ে গেছেন। অপর দুজনকে আটক করা হয়েছে।