Print Date & Time : 28 August 2025 Thursday 3:47 am

বগুড়ায় ট্রাক চাপায় আইনজীবি নিহত

প্রতিনিধি,বগুড়া: বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান  ফারুক (৬৫) নামের একজন আইনজীবি নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফারুক দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইস প্রামানিকের ছেলে।

জানা যায়, সকালে ফারুক মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে সড়কে স্প্রীডব্রেকারে গতি কমিয়ে দেন। এসময় পিছন থেকে বালুবাহী একটি ট্রাক (সিলেট ড-১১-২১৬৭) মোটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলতাব হোসেন মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।