Print Date & Time : 4 September 2025 Thursday 8:29 pm

বগুড়ায় দুই অটোরিক্সার সংর্ঘষে যুবক নিহত

প্রতিনিধি, বগুড়া : বগুড়া সদরে পীরগাছা এলাকায় দুই অটোরিক্সার সংর্ঘষে আবু বক্কর সিদ্দিক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ৩ টার দিকে মাটিডালি -পীরগাছা সড়কে চান্দের বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাবতলী উপজেলার সাতচুয়া গ্রামের সামছুল হকের ছেলে। জানাগেছে, বগুড়া শহর থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সা পীরগাছার দিকে যাচ্ছিল।পথিমধ্যে চান্দের বাজার নামক স্থানে বিপরীতমুখি একটি ব্যাটারী চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করেন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক জাকির আল আহসান বলেন, শুনেছি দুর্ঘটনায় আবু বক্কর নামে এক যুবক মারা গেছেন। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।