Print Date & Time : 2 September 2025 Tuesday 4:11 pm

বগুড়ায় নারী পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুরে ছুটিতে বাড়ি এসে রহিমা খাতুন (২০) নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রহিমা বগুড়া জেলার শেরপুর থানার চন্ডিশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি কক্সবাজার ৮ম আমর্ড ব্যাটালিয়ন পুলিশে (এপিবিএন) কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৫ জানুয়ারি ১০ দিনের ছুটি নিয়ে শেরপুরে নিজ গ্রামের বাড়িতে আসেন রহিমা। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়িতেই বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রহিমা খাতুন মারা যান।

তার চাচা রুবেল মিয়া জানান, একই ব্যাটালিয়ানে কর্মরত পুলিশ কনস্টেবল হৃদয়ের সাথে রহিমার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা হলে রহিমা বিষপান করে।