Print Date & Time : 19 August 2025 Tuesday 3:27 pm

বগুড়ায় ফুটবল খেলা নিয়েবিরোধে যুবক খুন

প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মামুন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। আজ রোববার ভোর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মামুন গাবতলী উপজেলার টিওরপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকালে গ্রামের ধানক্ষেতে ফুটবল খেলা নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়। পরে সেখানেই বিরোধ নিষ্পত্তি হয়ে যায়। রাত পৌনে ১০টার দিকে মামুন গ্রামের একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় হোসেনপুর গ্রামের খোকন নামের এক যুবক জিআই পাইপ দিয়ে পেছন থেকে মামুনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মামুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মামুন মারা যান।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আসামি খোকনকে গ্রেপ্তার করতে রাত থেকেই অভিযান চালানো হচ্ছে। তবে এখনো গ্রেপ্তার করা যায়নি।