Print Date & Time : 7 July 2025 Monday 5:16 am

বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ১,আহত ১৫

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার মোকামতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে বগুড়া- রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের অদূরে লস্করপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অজ্ঞাত পরিচয় (৩৫) ওই যুবক বাসের হেলপার বলে জানিয়েছে কয়েকজন যাত্রী।

স্থানীয়রা জানায়, রাতে গাইবান্ধা থেকে ঢাকাগামী রুপা পরিবহনের একটি বাস মহাসড়কের পশ্চিম পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে যায়। চালক বাসটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ এড়াতে মহাসড়কের ডান পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ১৫ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন বলেন, হাইওয়ে পুলিশ বাসটি রেকারের সাহায্যে খাদ থেকে মহাসড়কে তুলেছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।