Print Date & Time : 27 August 2025 Wednesday 11:40 pm

বগুড়ায় বেড়েছে তেল, চিনি ও ছোলার দাম

 

 

শেয়ার বিজ প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় নতুন ধান আসায় বাজারে মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল। তবে হু-হু করে বেড়েছে চিনি, ছোলা আর ভোজ্যতেলের দাম। গত সপ্তাহের তুলনায় মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া কাঁচাবাজারের মরিচ-শসাসহ বেশ কয়েকটি তরকারির দাম বেড়েছে।

গতকাল শুক্রবার শহরের রাজাবাজার ও ফতেহআলী বাজার ঘুরে দেখা গেছে, ভোজ্যতেল সয়াবিন (খোলা) ৮৮ টাকা থেকে বাড়িয়ে ৯২-৯৪ টাকা, প্যাকেটজাত করা ৯৫ থেকে ১০০ টাকা প্রতি কেজি বিক্রি করছে দোকানিরা। প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে দেশি মসুর ডাল ১১৫-১২০, বড় দানা ভারতীয় ৮০, ছোলা বুট নতুন জাতের ছয়-আট টাকা বাড়িয়ে ৮৬-৮৮ এবং মাসকালাই (দানা) ১১৫ টাকা এবং গুঁড়া করা ১৬০ টাকা প্রতি কেজি ও ৫৫ টাকার চিনি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারে সবজি আলু বড় কাটিলাল ১৫ টাকা, ছোটটা ২০, পটোল পাঁচ টাকা কমে ৩০, কাঁচা মরিচ ৪০ কেজি, করলা পাঁচ টাকা কমে ৪০, শজিনা ৪০-৫০ টাকা থেকে কমে ৭৫-৮০ টাকা, কাঁচা মরিচ ৪০, পেঁয়াজ ২৪, বেগুন ৩০, রসুন ৮০-১০০ এবং আদা ৬০-৭০ টাকা প্রতি কেজি বিক্রি হয়।

গরুর মাংস ৫৮০-৫২০ টাকা, খাসির মাংস ৬৮০-৭০০, ব্রয়লার ১৭০, পাকিস্তানি কক ২০০ টাকা প্রতি কেজি। এছাড়া সিলভার কার্প ১৪০-১৬০, শিং মাছ ৬০০-৮০০, চিংড়ি মাছ ৫০০-৬০০, কাতল মাছ ১৮০-২০০, রুই ছোট ১৬০-২০০, বড় সাইজের ২৫০-৩০০, কই মাছ দেশি ৫৫০-৬০০ এবং বিদেশি ৪০০-৪৫০ টাকায় প্রতি কেজি।

চালের বাজারে গত সপ্তাহের সব ধরনের চাউলের দাম ২-৩ টাকা কেজিপ্রতি বেড়েছে। কিছু কিছু জাতের চাল আগের দামে বিক্রি হচ্ছে। মোটা জাতের চাল বিক্রি হচ্ছে ৪১-৪২ এবং চিকন জাতের চাল ৫৪-৬০, রনজিৎ ৫০ ও পাইজাম ৫৫ টাকা প্রতি কেজি।

ক্রেতা রেজাদুল হক ও আবদুল মোমিন জানান, বাজারে নতুন চাল এলেও কোনোটার দাম কমেনি।

ধানের বাজার সম্পর্কে শোনা যায়, দাম কম আর চালের বাজারে তার উল্টো অবস্থা। ভরা মৌসুমে যদি চালের দাম  না কমে তাহলে কখন কমবে।

শহরের ফতেহআলী বাজারের দোকানদার রফিকুল ইসলাম জানানÑডাল ও মসলা জাতীয় জিনিসের দাম এ সপ্তাহে তেমন বাড়েনি। তবে ছোলা বুট ও চিনির দাম বেড়েছে।