Print Date & Time : 30 August 2025 Saturday 12:05 pm

বগুড়ায় বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই নিহত

প্রতিনিধি, বগুড়া : বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই ঠান্ডা মিয়া (৫০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ঠান্ডা মিয়া গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।

জানা গেছে, ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের ছেলে শাহ আলমের স্ত্রীকে নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আবারও ঝগড়া শুরু করলে ছোট ভাই ঠান্ডা মিয়া তার বড় ভাইকে ঝগড়া করতে নিষেধ করেন। এ সময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠান্ডা মিয়ার ঘরে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর সেখানেই তিনি মারা যান।

ঠান্ডা মিয়া মারা যাওয়ার পরপরই তার বড় ভাইয়ের পরিবারের লোকজন বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে যান।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঠান্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।