Print Date & Time : 3 August 2025 Sunday 9:55 pm

বগুড়ায় রেলস্ট্রেশন থেকে ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

শেয়ার বিজ ডেস্ক: বগুড়ার আদমদীঘিতে মালিক বিহীন অবস্থায় প্রায় ১০ কোটি টাকা মূল্যের জোড়া লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সান্তাহার ষ্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের ওয়াক্তিয়া মসজিদের পাশে একটি ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন অ্যাপেক্স লেখা একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে আট কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়। উদ্ধারকৃত মূর্তিগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। উদ্ধারের পর এগুলো জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।