বগুড়া ব্যুরো: বগুড়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ গুলিবিদ্ধ একজনকে আটক করেছে। আটক শাকিল বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকার মৃত শাহাজালাল ওরফে তোতা মিয়ার ছেলে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মশিউর রহমান জানান, বুধবার ভোরে বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পরিত্যক্ত মুন ছাত্রাবাসে শাকিলসহ দুই-তিনজন অস্ত্রধারী অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে উপুর্যপরি গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী শাকিল গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, ৭.৬৫ বোরের সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ শাকিলকে আটক করা হয়।