Print Date & Time : 7 August 2025 Thursday 6:24 am

বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট আটক

 

 

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অবৈধভাবে মজুত করা ডারবি ব্র্যান্ডের ৩০ লাখ ৫৯ হাজার টাকার সিগারেট আটক করা হয়েছে। কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ এবং র‌্যাব-১২-এর সদস্যরা গতকাল মঙ্গলবার জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার রফিকুল ইসলামের স্বর্ণনীড় নামে একটি বাড়ি থেকে সিগারেটগুলো আটক করেন।

আটক করা টোব্যাকো গ্রুপের ১৩৩টি কার্টনে ভরা ১৩ লাখ ৩০ হাজার ডারবি সিগারেট ছিল। যার বাজার মূল্য ৩০ লাখ ৫৯ হাজার টাকা বলে জানা গেছে।