‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে’

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করব। এই নেপথ্যের যারা ষড়যন্ত্রকারী, তাদের চিহ্নিত করব আমরা। তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। নেপথ্যের কুশীলবদের বের করার জন্য আমরা কমিশন গঠন করব। আমরা সেই আইন ড্রাফট করে ফেলেছি। আপনারা সহযোগিতা করলে আমরা সেই আইনটা পাস করতে পারি। আমরা চাই নতুন প্রজš§ সত্যিকারের ইতিহাস জানুক। তাই আমরা চাই এই নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করা হোক।’

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনের সামনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা হয়তো বলবেন, অনেকেই তো মারা গেছেন, তাহলে এখন কেন এটা করা হবে? আমরা কোনো প্রতিহিংসার জন্য তাদের চিহ্নিত করব না, আমরা চিহ্নিত করব বাঙালি জাতির সঠিক ইতিহাস যেন উপস্থাপন করতে পারি সেজন্য। নতুন প্রজš§ যেন জানতে পারে, এরা ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করেছিল। এদের পরিবার থেকে যেন নতুন প্রজš§ সাবধান থাকতে পারে। নতুন প্রজš§ যেন বাংলাদেশের শাসনভার কোনোদিন এসব কুলাঙ্গারের পরিবারের হাতে না তুলে দেয়। বাংলাদেশ তাদের হাতে গেলে তারা বাংলাদেশ বিরান করে ফেলবে। আবারও ১৯৭১ সালের মতো মানুষকে হত্যা করবে।’

আইনমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিচার শেষ করতে পেরেছি। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা বাংলাদেশে ছিল এবং কিছু বাইরে ছিল, তাদের এনে সেই মামলার রায় কার্যকর করতে পেরেছি। অনেকেই প্রশ্ন করেন, বাকিদের ফিরিয়ে আনব কবে? আমরা জানি তারা কোথায় অবস্থান করছে। একজন আমেরিকায়, আরেকজন কানাডায়। আমেরিকায় পলাতক খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আলাপ-আলোচনার মধ্যে আছি। আর কানাডায় পলাতক খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা আলাপ-আলোচনা করছি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিদের এনে এই রায় কার্যকর করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। যারা নেপথ্যে বা পেছনে থেকে কাজ করেছে, তাদেরও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। আইনমন্ত্রী রেলপথে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়কপথে তিনি কসবায় যান। তিনি সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আবার ভোট চাইতে আসবেন বলে সবার উদ্দেশে বলেন।