Print Date & Time : 30 August 2025 Saturday 10:45 am

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র সফল হবে না: সেতুমন্ত্রী

শেয়ার বিজ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না।

গতকাল বৃহস্পতিবার সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর: বাসস

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার সাধ্য কারও নেই। যত দিন চন্দ্র-সূর্য উদয় হবে, যত দিন পাখির কলকাকলি থাকবে তত দিন অমর হয়ে রবেন বঙ্গবন্ধু।