মো. আফজাল করিম ২৮ আগস্ট রবিবার সোনালী ব্যাংক লিমিটেডে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন। এরপর বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন এবং প্রতিকৃতির সামনে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, তাওহিদুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, এ কে এম সেলিম আহমেদ, মোঃ নূরুন নবীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
