ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। গত রোববার শ্রদ্ধা জানানো শেষে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমডি মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন ও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা প্রমুখ। বিজ্ঞপ্তি
