বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভিসির পুষ্পস্তবক অর্পণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার পরিবারের সব শহিদের রূহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন। মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিজ্ঞপ্তি