Print Date & Time : 6 September 2025 Saturday 12:25 pm

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউসিবির মানবিক সহায়তা কার্যক্রম

শোকের মাস আগস্টে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে। চর সাজাই কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত এ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এবং বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। গতকাল কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চর সাজাইয়ে প্রায় দেড় হাজার অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলুসহ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি