Print Date & Time : 30 August 2025 Saturday 10:40 pm

বঙ্গবন্ধুর সমাধিতে এসবিএসি ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাশবার্ষিকী স্মরণে গত সোমবার টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে ব্যাংকের পরিচালক নাজমুল হক, মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক জিয়াউর রহমান এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী হাবিবুর রহমানসহ ব্যাংকের আঞ্চলিক শাখা প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফিউদ্দিন শামীম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের শিকার শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, মোনাজাত ও শোক বইয়ে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি