সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাশবার্ষিকী স্মরণে গত সোমবার টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে ব্যাংকের পরিচালক নাজমুল হক, মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক জিয়াউর রহমান এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী হাবিবুর রহমানসহ ব্যাংকের আঞ্চলিক শাখা প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফিউদ্দিন শামীম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের শিকার শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, মোনাজাত ও শোক বইয়ে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 30 August 2025 Saturday 10:40 pm
বঙ্গবন্ধুর সমাধিতে এসবিএসি ব্যাংকের শ্রদ্ধাঞ্জলি
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: